S3

STUDENTS' SCHOOL UNIFORM ( ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের পোশাক )

ছাত্রদের জন্য (সাধারণ দিন):- কফি কালার প্যান্ট ও ক্রীম কালারের শার্ট, কফি কালারের মোজা ও কালো বুট, কোমরে বেল্ট, শীতকালে কফি কালারের সোয়েটার। অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্ররা কফি কালারের ফুল প্যান্ট পরবে।


যেদিন P.T. ক্লাস থাকবে: সাদা প্যান্ট ও সাদা টী শার্ট (অর্থাৎ সাদা কলার দেওয়া গেঞ্জী) সাদা মোজা ও সাদা কেটস্। অষ্টম শ্রেণীর ছাত্ররা সাদা ফুল প্যান্ট পরবে। বিঃ দ্রঃ- প্রতিদিন প্রত্যেক ছাত্রকে বিদ্যালয়ের। DENTITY CARD, ব্যাজ (BATCH), এবং TIE (টাই) পরে বিদ্যালয়ে আসতে হবে। P.T. ক্লাসের দিন TIE পরতে হবে না।


ছাত্রীদের জন্য (সাধারণ দিন): কফি কালারের স্কার্ট ও ক্রীম কালারের শার্ট, কফি কালারের মোজা ও কালো নিউকাট সু, শীতকালে কফি কালারের সোয়েটার। অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা কফি কালারের সালোয়ার ও ক্রীম কালারের কামিজ পরবে।
(যেদিন P.T. ক্লাস থাকবে): সাদা হাফ স্কার্ট ও সাদা টী শার্ট (অর্থাৎ সাদা কলার দেওয়া গেঞ্জী, সাদা মোজা ও সাদা কেটস্। অষ্টম শ্রেণীর ছাত্রীরা সাদা সালোয়ার-কামিজ পরবে।


বিঃ দ্রঃ– প্রতিদিন প্রত্যেক ছাত্রীকে বিদ্যালয়ের ব্যাজ (BADGE), IDENTITY CARD এবং TIE (টাই) পরে বিদ্যালয়ে আসতে হবে। P.T. ক্লাসের দিন TIE পরতে হবে না।

Scroll to Top