
ADMISSION PROCEDURE (ভর্তি প্রক্রিয়া)
■ কোন শিশুর বয়স কমপক্ষে ২ বৎসর ৬ মাস হলেই সেই শিশু মন্টেসরী ক্লাসে ভর্তি হতে পারবে। মন্টেসরী ক্লাসে ভর্তির জন্য শিশুকে কোন পরীক্ষায় বসতে হবে না। প্যারাগন মিশনে কেবলমাত্র মন্টেসরী ক্লাসে সারা বৎসর ভর্তি চালু থাকে।
■ L.K.G. থেকে ক্লাস- নবম শ্রেণি এবং একাদশ শ্রেণী পর্যন্ত যে কোন ক্লাসে ভর্তি হতে গেলে, ছাত্র বা ছাত্রীকে পরীক্ষা করে নেওয়া হবে। ছাত্র বা ছাত্রী যে ক্লাসে ভর্তির উপযুক্ত হবে, কেবলমাত্র সেই ক্লাসেই ঐ ছাত্র বা ছাত্রী ভর্তি হতে পারবে।
■ দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পূর্বে পাঠরত স্কুল থেকে
‘ট্রান্সফার সার্টিফিকেট’ এবং ‘মার্কশীট্’ আনতে হবে।
■ যে কোন ছাত্র বা ছাত্রীর যে কোন ক্লাসে নূতন ভর্তির ক্ষেত্রে ‘বার্থ সার্টিফিকেটের’ জেরক্স কপি লাগবে।
■ নূতন ছাত্র বা ছাত্রী ভর্তির সময় ‘ADMISSION FORM’ এবং ‘STUDENTS’ DATA CAPTURE FORMAT’ সুন্দরভাবে পূরণ করতে হবে।
■ RENEWAL/CONTINUATION OF CANDIDATURE (ENROLMENT)
ছাত্র বা ছাত্রীর পুনর্নবীকরণ ধারাবাহিকতা (নথিভূক্তকরন) :-
কোন ছাত্র বা ছাত্রী একবার ভর্তি হলে পরবর্তী বছরগুলিতে সেই ছাত্র বা ছাত্রীকে আর ভর্তি হতে হয় না। দ্বিতীয় বা পরবর্তী বছরগুলিতে ADMISSION FEES নেওয়া হয় না। সেশন ফীস্ সহ অন্যান্য ফীগুলি ধার্য্য হয়। একটি শিক্ষাবর্ষ শেষ হলে পরবর্তী শিক্ষাবর্ষে ৩১ শে মার্চের মধ্যে কোন ছাত্র বা ছাত্রী সেশন ফীস্ জমা দিয়ে RENEWAL বা নবীকরন না করলে ঐ ছাত্র বা ছাত্রীর ENROLMENT বাতিল হবে।