
পুলকার পরিষেবা নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়মাবলী
১। পুলকার পরিষেবা নেওয়ার ক্ষেত্রে আগে দূরত্ব দেখে তারপর পুলকারের মাসিক ভাড়া ঠিক হবে।
২। পরিষেবা নেওয়ার সময় শিশু বা লোকেশন সঠিকভাবে জানাতে হবে। সেশন শুরু হওয়ার পর মানুষের শিশু এবং লোকেশন পরিবর্তন করা সম্ভব নয়। তবে যদি খুব বেশি প্রয়োজন হয় ও শিশু বা লোকেশন পরিবর্তন করা হলে বিদ্যালয়ে এসে সমস্যার কথা জানাতে হবে, যদি সম্ভব হয় বিদ্যালয় বিবেচনা করবে।
৩। বিদ্যালয় অনুমোদিত পুলকার পরিষেবা নিলে সম্পূর্ণ বোঝা শেষে হওয়ার আগে গাড়ি ছাড়া যাবে না। বিদ্যালয় অনুমোদিত ছাড়া কোনো গাড়ির পুলকার পরিষেবার দায়িত্ব বিদ্যালয় নেবে না। একাডেমিক শিক্ষার্থীরা বিদ্যালয়ের নির্দিষ্ট পুলকারে পরিষেবা পাবে।
৪। বিদ্যালয় অনুমোদিত পুলকারের মাসিক পরিষেবা ফি মাসের শুরুতেই অফিসে পরিশোধ করতে হবে। পরিষেবা নেওয়ার সময় নতুন করেও বলা যাবে এবং পুলকার চালকের কাছে নির্দিষ্ট সময়ের ছাড়পত্রে স্বাক্ষর দিতে হবে।
৫। অন্য জেলা থেকে কোনো রুটে পুলকার যাবে না। কোনো নতুন জায়গায় পুলকার যাওয়ার জন্য অনুমোদন নিতে হবে এবং এককালীন ভাড়া পরিশোধ করতে হবে এবং পরে ১০ দিনের মধ্যে পুলকার পরিষেবা নিতে হবে।
৬। যে সমস্ত ছাত্রছাত্রী বিদ্যালয়ের পুলকারের মাধ্যমে যাতায়াত করে, তাদের মাসিক বেতন পরিষেবা বাবদ জরিমানা হবে এবং পরে সময় মতো পরিশোধ না হলে মাস থেকে পুলকার পরিষেবা বন্ধ করার জন্য বিদ্যালয় পক্ষ সিদ্ধান্ত নেবে।