s2

PROPOSED MANIFESTO (আগামী কর্মসূচী)

■ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদন নিয়ে ‘প্যারাগন মিশন’ কে উচ্চ মাধ্যমিক স্তবে উন্নীত করা।

■ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য PROFESSIONAL COMPUTER COURSE চালু করা। বিদ্যালয়ে পৃথক ‘কম্পিউটার ল্যাব’-এর ব্যবস্থা করা।

■ দুরাগত ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ আবাসিক শিক্ষার ব্যবস্থা করা। ছাত্র/ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল।

■বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা মায় যে কোন অসুস্থ মানুষের জন্য মেডিক্যাল ক্লিনিক।

■ আধুনিক সর্বসুবিধাযুক্ত বৃদ্ধাশ্রম তৈরী এবং CHEAP CANTEEN- এর ব্যবস্থা করা।

■ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিদ্যালয় শেষে সকলের জন্য গ্রন্থাগার পরিষেবা।

■ সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র যথা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, মিউজিক, অভিনয় ইত্যাদি শিক্ষা চালু করা।

■ ‘প্যারাগন মিশন’-এর উদ্যোগে চাকরীর জন্য COMPETITIVE EXAMINATION CENTRE খোলা।

■ BRITISH COUNCIL এর অধীনে SPOKEN ENGLISH TRAINING CENTRE এর ব্যবস্থা করা।

■ আগামীদিনে দূরাগত ছাত্রছাত্রীদের জন্য আরও PULLCAR এবং BUS SERVICE চালু করা।

■ MEDITATION HALL এবং SEMINAR HALL তৈরী করা।

■ ‘মুক্ত মঞ্চ’ এবং ‘অডিটোরিয়াম’ নির্মাণ করা। পাশাপাশি’ গেষ্ট হাউস’-এর ব্যবস্থা করা।

■ BAR COUNCIL OF INDIA-এর অনুমোদন নিয়ে LAW COLLEGE প্রতিষ্ঠা করা।

■ শিশুকে ভালোভাবে বাড়িতে দেখার জন্য মায়েদের পৃথক ট্রেনিং-এর ব্যবস্থা করা।

Scroll to Top