S4

EXAMINATIONS (পরীক্ষাসমূহ)

Examination Details (পরীক্ষার বিস্তারিত বিবরনাদি):-

প্যারাগন মিশনে মোট তিনটি পর্যায়ে পরীক্ষা গ্রহণ করা হয়। যেমন –

  • 1ST TERMINAI EXAMINATION (প্রথম পার্বিক পরীক্ষা),
  • 2ND TERMINAI EXAMINATION (দ্বিতীয় পার্বিক পরীক্ষা) এবং
  • ANNUAL EXAMINATION (বার্ষিক পরীক্ষা)।
  • 1ST TERMINAI EXAMINATION- এপ্রিল মাসে,
  • 2ND TERMINAI EXAMINATION আগস্ট মাসে এবং
  • ANNUAL EXAMINATION ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়।

এছাড়া WEEKLY TEST (সাপ্তাহিক পরীক্ষা) এবং MONTHLY TEST (মাসিক পরীক্ষা) সারা বছর ধরে চলে।

Eligibility to Appear in Examination (পরীক্ষায় বসার যোগ্যতা):-

যে সমস্ত ছাত্রছাত্রী তাদের জমা দেওয়া- SARS এ কমপক্ষে 40% নম্বর পাবে, PCP ক্লাসে 60% উপস্থিত থাকবে এবং নির্ধারিত সাধারন ক্লাসে এবং ফাউন্ডেশন ক্লাসের দিনগুলিতে উপস্থিত থাকবে, তারাই কেবল, 1ST TERM., 2ND TERM. অথবা ANNUAL পরীক্ষায় বসতে পারবে।

পরীক্ষায় বসার আগে ADMIT CARD সংগ্রহ করে নিতে হবে। ADMIT CARD ছাড়া কোন ভাবেই পরীক্ষায় বসা যায় না।

Declaration of Result (ফল ঘোষনা):-

পরীক্ষাগুলি শেষ হওয়ার পরে ১৫ দিনের মধ্যে সাধারণভাবে ফল প্রকাশ করা হয়। তার আগে ক্লাস অনুযায়ী নির্দিষ্ট দিনে ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে প্রতি পর্বের পরীক্ষার উত্তরপত্র (CHECKEDANSWER SCRIPTS) তুলে দেওয়া হবে।

মাননীয় অভিভাবকমন্ডলী স্কুলে উপস্থিত হয়ে উত্তরপত্রগুলি দেখে আবার জমা দিয়ে দেবেন। এই পর্ব শেষ হলে ছাত্রছাত্রীদের হাতে MARK SHEET তুলে দেওয়া হবে।সংশ্লিষ্ট অভিভাবকেরা MARK SHEET দেখে প্রথম এবং দ্বিতীয় পর্বে সই করে শেণি শিক্ষক বা শিক্ষিকাকে জমা দেবেন।

ANNUAL পরীক্ষার MARK SHEET পাওয়ার পর আর বিদ্যালয়ে জমা দিতে হয় না।

Provision for Review / Scrutiny / Re-Examination (Review / Scrutiny / Re-Examination – এর ব্যবস্থা) :-

 কোন পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্র, ছাত্রী বা অভিভাবক সন্তুষ্ট না হলে, স্বচ্ছতা বজায় রাখতে Post Publication Review (PPR), Post Publication Scrutiny (PPS) বা Re-Examination of Answer Scripts (REAS) করা যেতে পারে। তবে তার জন্য অভিভাবককে নির্দিষ্ট FORM এ PPR/PPS/REAS ফীস সহ দরখাস্ত জমা দিতে হবে।

Scroll to Top