Children's Rights (শিশুর অধিকার)

  • ১-১৮ বছর পর্যন্ত তুমি নাবালক।
  • তোমার খেলাধুলা করার ও স্বাধীন মত প্রকাশ করার অধিকার আছে।
  • ঘরে কিংবা বাইরে তোমাকে কেউ অযথা ভাবে স্পর্শ করলে তৎক্ষণাৎ প্রতিবাদ করো। মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছর না হলে তারা নাবালক থাকে, মানবক বিয়ে করা বা দেওয়ার সব কোর্টের মতে দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ মেয়ের ওপরের নোটিশ ছাড়া এবং সঙ্গে পুলিশের অনুমতি লাগে।
  • ঘরে বা বিদ্যালয়ে কেউ তোমার উপর শারীরিক বা মানসিক অত্যাচার করলে সঙ্গে সঙ্গে জানাবে।
  • শিশুশ্রম কখনোই নয়।
  • কেউ তোমাকে নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করতে পারে না।
  • কেউ তোমাকে অপহরণিত বা পাচার করতে পারবে না।
  • কেউ তোমার নামে মিথ্যে দোষ চাপাতে পারে না।
  • ফোন, ইন্টারনেটের চ্যাটের সময় সাবধানে বন্ধু তৈরি করো। বড় ব্যক্তির সাথে কিছু শেয়ার নয়।
Scroll to Top