
FEES STRUCTURE OF THE INSTITUTION (FOR THE ACADEMIC YEAR – 2025)
CATEGORY | FEES |
---|---|
ADMISSION FEE (NURSERY TO CLASS IV) | 4500/- |
ADMISSION FEES (CLASS V TO CLASS X) | 5500/- |
RE-ADMISSION (MONT. TO CLASS VIII) | 1500/- |
RE-ADMISSION (IX. TO CLASS X) | 2000/- + Additional |
GAMES & SPORT FEES | 200/- |
EXCURSION FEE, GRAND FEAST FEE, ANNUAL SOCIAL FUNCTION FEE | TO BE NOTIFIED LATER |
EXAM FEES CATEGORY | FEES |
EXAM FEES (MONT. TO CLASS I) | |
1ST TERM | 200/- |
2ND TERM | 200/- |
3RD TERM | 200/- |
EXAM FEES (CLASS II TO CLASS IV) | |
1ST TERM | 200/- |
2ND TERM | 200/- |
3RD TERM | 200/- |
EXAM FEES (CLASS V TO CLASS X) | |
1ST TERM | 200/- |
2ND TERM | 200/- |
3RD TERM | 200/- |
বিদ্যালয়ের বেতন সংগ্রহ কয়েকটি নিয়মাবলী
১। ফাস্ট টার্ম, সেকেন্ড টার্ম ও অ্যানুয়াল পরীক্ষা যে মাসেই শুরু হবে ও যে তারিখে হবে, পরীক্ষা শুরু আগের মাস ৯ তারিখ চলমান মাসের বেতন বাধ্যতামূলক ভাবে অফিসে জমা দিতে হবে। না হলে পরীক্ষায় বসার অনুমতি বিদ্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হবে না।
২। ডিসেম্বর মাসেই হচ্ছে সেশন শেষ হচ্ছে তাই নভেম্বর মাসের মধ্যে ডিসেম্বর মাসের বেতন দেওয়ার অনুমতি করা হচ্ছে।
৩। প্রত্যেক ছাত্র-ছাত্রীর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোনো রকম ফি, বাস – টিউশন ফি, কম্পিউটার ফি, ল্যাবরেটরি ফি, সেশন ফি, বুক ফি এবং অন্যান্য ফি অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় ট্রান্সফার সার্টিফিকেট, প্রমোশন সার্টিফিকেট, মার্কশিট এবং সনদপত্র দেওয়া হবে না। যাহা বিদ্যালয় একবার গ্রহণ করবে সেই ফি কোনো ছাত্র বা ছাত্রী ফেরত পাবে না।
৪। বেতন পরিশোধ সময় বিদ্যালয়ের রশিদ বহিরে অবশ্যই দেওয়া ফি’র কপি ছাত্র-ছাত্রীর সঙ্গে সংরক্ষণ করতে হবে। কারণ ভবিষ্যতে প্রদত্ত ফি সংক্রান্ত কোনো রকম বিভ্রান্তি দেখা দিলে ওই রশিদ ছাড়া কোনো বক্তব্য গ্রহণ করা হবে না।
৫। এক মাসের বেতন পরিশোধের নির্দিষ্ট তারিখ অতিক্রম করলে জরিমানা হিসেবে প্রতিদিন ১০ টাকা করে গণ্য হবে।
যে কোনো মাসের মাসিক তার পরবর্তী মাসের ৭ (সাত) তারিখের মধ্যে পরিশোধিত না হলে ৫০ টাকা জরিমানা লাগবে।